ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। আউট সোসিং নিয়োগের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের গত ৮ এপ্রিল সোমবার ১৫৪ জন শ্রমিককের মধ্যে ২০জনকে ক্লিনার পদে নিয়োগ দেয়ার কথা থাকলে,অদৃশ্য কারনে তাদেরকে নিয়োগ না দিলে। নিয়োগের বিষয় নিয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকজনদের সাথে শ্রমিকদের সংর্ঘস হয়,এতে উভয় পক্ষের প্রায় ৯জন গুরুত্বর আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতরা হলেন,ফুলবাড়ী উপজেলা ছাত্রালীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান(২৫),সাংগঠনিক সম্পাদক মিল্টন সরকার মুন্না(২৪),যুগ্ন-সাধারণ সম্পাদক মানিক(২৩),যুবনেতা খাজাঁ মইনুদ্দিন(৪৫),স্থানীয় কয়লা ব্যাবসায়ী সুমন(২৫),ব্যাবসায়ী মহাসীন(২৭)। অপরদিকে শ্রমিক আলতাব হোসেন,দুলু ও মোর্শেদ।
এঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আন্দলনরত শ্রমিকরা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ধাপের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন,বড়পুকুরিয়া শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিকরা তাদের বক্তবে বলেন, সেদিনের অনাকাঙ্খিত ঘটনার জন্য তারা দু:খ প্রকাশ করেন এবং সেইসাথে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্র কতৃপক্ষসহ প্রধান মন্ত্রীর নিকট নিয়োগের বিষয়ে শ্রমিকরা জোর দাবী জানান। অন্যথায় দাবি না মানলে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে তারা বলেন। ঘটনার বিষয়ে ফুলবাড়ী উপজেলা ছাত্রালীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,তারা দলীয় কোঠায় কিছু লোক নিয়োগের ব্যাপারে শ্রমিকদের সাথে সমন্বয় করতে কথা বলতে গেলে কিছু বুঝে উঠার আগেই অতর্কিতভাবে শ্রমিকরা তাদের উপর হামলা করে।এতে তারা গুরুতরভাবে আহত হয়।