• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

নুসরাত হত্যার নিন্দা জানানোর ভাষাও নেই: প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ১২ এপ্রিল।। মাদরাসাছাত্রী নুসরাতকে লাঞ্ছনা ও আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। এ হত্যার নিন্দা জানানোর ভাষাও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সঞ্চালনায় শুরু হওয়া ওই সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ, সব ধর্মের মানুষ মিলে উদযাপন করি। এটি বাঙালির বড় উৎসব। এটিকে আনন্দঘন করতে ভাতারও ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ কিছু সমস্যা ছিল। আমরা এগুলো কঠোর হস্তে দমন করেছি। আর কিছু সামাজিক সমস্যা আছে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আপনারা জানেন, সম্প্রতি ফেনীর সোনাগাজীতে নুসরাত নামের এক মাদরাসাছাত্রীকে অধ্যক্ষ কর্তৃক লাঞ্ছনা ও মুখোশ পরা কিছু লোক তাকে আগুন দিয়ে হত্যাচেষ্টা করে। মেয়েটির চিকিৎসায় আমি সর্বোচ্চ সহায়তার চেষ্টা করেছি। সিঙ্গাপুর নেয়ারও কথা বলেছিলাম। কিন্তু সে মারা গেল।

প্রধানমন্ত্রী বলেন, যারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। কয়েকজনকে ধরেছে, বাকিদেরও ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেয়া হবে দৃষ্টান্তমূলক শাস্তি।

তিনি বলেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যার এ পথটি বিএনপি- জামায়াত দেখানো। আগুনে পুড়িয়ে মানুষ মারতে দেখেছি পাকিস্তানীদের। বিএনপি-জামায়াতও পেট্রোল ঢেলে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। এছাড়া ভবনে অগ্নিকাণ্ডে মানুষ মরার বিষয়ে সামাজিক সচেতনতা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ