• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন |

বিজেপিকে ভোট দেয়ায় আঙুল কাটলেন ভোটার

আন্তর্জাতিক ডেস্ক, ২০ এপ্রিল।। ভারতে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। ইভিএমে ভোট দিতে গিয়ে হাতি চিহ্নের জায়গায় ভুল করে পদ্মে চাপ দিয়ে ফেলেছিলেন এক ভোটার।‌ অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির ওই সমর্থক।

বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

ভোট দিতে গিয়েছিলেন শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমার। কিন্তু ইভিএমে হাতি ছাপের বোতাম টিপকে গিয়ে ভুল করে পদ্ম ছাপের বোতামে চাপ দিয়ে দেন। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট গিয়ে পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে।

স্থানীয়দের বক্তব্য, এই ঘটনায় অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে ধারালো ছুরি দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন। তবে অনুতাপ, নাকি কোনও চাপে পড়ে তিনি এই কাজ করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এবার বুলন্দশহরে জোর টক্কর সমাজবাদী পার্টি–বহুজন সমাজবাদী পার্টি–আরএলডি জোট বনাম বিজেপির।

সূত্র: আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ