সিসি নিউজ, ২০ এপ্রিল।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাল্য বিয়ের আয়োজন করায় বরের ১০ হাজার জরিমানা ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১১টায়। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন।
সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিবন্দর উপজেলার কিশামত ফতেজংপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রুহুল আমিনের (২৫) সাথে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর জোতদারপাড়ার আমির আলীর মেয়ে বিউটি বেগমের (১৬) বিয়ের আয়োজন করা হয় কনের বাড়িতে। গোপনে এ খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছান। এসময় বিয়ে বাড়ির লোকজন ছুটোছুটি করতে থাকে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বরের ১০ হাজার জরিমানা করেন। মেয়ের বয়স প্রমাণের কোনো কাগজপত্র দেখাতে না পারায় বিয়ের বয়স না হওয়া বিয়ে দেবেন না মর্মে কনে পক্ষের মুচলেকা নেওয়া হয়।
এ ব্যাপারে সহকারি কমিশনার ( ভূমি) পরিমল কুমার সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।