সিসি ডেস্ক, ২১ এপ্রিল।। শ্রীলঙ্কায় বোমা হামলার পর অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে। গুজব ছড়ানো প্রতিরোধে বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
এ হামলার তদন্ত শুরুর কথা জানিয়ে, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এ ঘটনায় শোক জানিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে।
শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে বলেন, “হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের অর্থনীতি নিয়ে যখন সরকার ব্যস্ত, ঠিক সময়ে এ হামলা হলো। কোন নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা মেনে নেয়া হবে না। জড়িতদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ধৈর্য্য সহকারে সবাইকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।”
হামলায় জড়িতদের চিহ্নিত করার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী রুয়ান ভিজয়াবর্ধনে। যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।