• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন |

সৈয়দপুর হাসপাতালে অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্তারা

সিসি নিউজ, ২৬ এপ্রিল।। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবার স্বেচ্ছাসেবীদের সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার এসোসিয়েশন (সুভা)’র সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তারা। বুধবার (২৪ এপ্রিল) সকালে তারা হাসপাতালের সেবামূলক কার্যক্রম দেখতে আসেন। এসময় দূতাবাসের কর্তারা হাসপাতালে সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’ কর্তৃক আগত রোগীদের মাঝে ওই সেবামূলক কার্যক্রম দেখে দুতাবাসের ফার্স্ট সেক্রেটারী এ্যাঞ্জেলা নাইমন সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুতাবাসের প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুর হক সোহেল প্রমুখ। এসময় ইউএনও অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তাদের সুভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন।
স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুভার জোছনা বেগম, সিনথিয়া, জিনাত আরা জিতু, আমির খান, হাসানুর হিরা, নওশাদ আনসরী, খন্দকার আবিদা সুলতানা রিয়া, সোহেল রানা ইউএস সহ সুভার অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আগত রোগীদের স্বেচ্ছায় সেবা প্রদান করে আসছে সুভার বিভিন্ন সদস্য সংগঠন। হাসপাতালে ডাক্তারসহ বিভিন্ন জনবল সংকট নিরোসনে আগত রোগীদের সেবা নিশ্চিত করতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.গোলাম কিবরিয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে সুভা গঠন করেন। আর এভাবে সুভার সদস্য সংগঠনগুলো প্রতিদিন হাসপাতালে স্বেচ্ছায় সেবাদান দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ