সিসি নিউজ, ২ মে ।। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সারা দিনই থেমে থেমে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
ইতিমধ্যে ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ফণী। ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিবেগের এই ঘূর্ণিঝড় দুপুর পর্যন্ত ওড়িশায় তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগুচ্ছে।
আজ শুক্রবার মধ্যরাতের দিকে ‘ফণী’ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, ‘ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এরইমধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।