• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বাহাদুরের জয়

নীলফামারী, ৫ মে॥ জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ)। তিনি নৌকার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টুকে সাত হাজার ৮৬২ ভোটের ব্যবধানে পরাজিত করে।
আজ রবিবার (৫ মে) ভোট গ্রহন ও ভোট গগণা শেষে সন্ধ্যায় জলঢাকা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে ফলাফল করে দেন রির্টানীং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম। বেসরকারী ফলাফলে চিংড়ি মাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ভোট পান ৪৭ হাজার ৯৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের আনছার আলী মিন্টু ভোট পান ৪০ হাজার ৯৫।
উল্লেখ যে, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ছিল উক্ত দুজনই। উপজেলাটিতে গত ১০ মার্চ নির্বাচন হওয়ার তারিখ ছিল। সে সময়ে আইনি জটিলতায় স্থগিত থাকে চেয়ারম্যান পদের নির্বাচন। তবে তখন নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ