ঢাকা, ২০ মে ।। ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে চলমান পরিস্থিতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার রাজধানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ছিলে না। এখন কমিটি গঠন করা হয়েছে। কমিটির না থাকার চেয়ে একটা কমিটি হয়েছে এটা ভালো। সেখানে ভুলত্রুটি হতে পারে।
তিনি বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটির নিয়ে চলমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আওয়ামী লীগের চার নেতাকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সংকট কেটে যাবে। ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ ব্যাপারে এগিয়ে আসবে।