খেলাধুলা ডেস্ক, ২০ মে ।। বলিভিয়ার আন্দেজে লিগ ফুটবলে দুটি দলের মধ্যে ম্যাচ চলছিল। খেলাটির এক পর্যায়ে রেফারি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
জানা গেছে, ফুটবল ম্যাচটি অ্যাল অ্যালটোর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অলওয়েজ রেডি এবং অরিয়েন্তে পেট্রোলেরো দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৭৯৫ ফুট (৩৯০০ মিটার) উপরে অবস্থিত।
ফুটবল ম্যাচটি চলাকালে ৪৭ মিনিটের সময় রেফারি ভিক্টর হুগো হার্টাডো আকস্মিকভাবে মাঠে পড়ে যান। খেলোয়াড় ও ডাক্তাররা তার দিকে ছুটে আসেন। কয়েকে মিনিট পর রেফারি ভিক্টর হুগোকে অ্যম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অলওয়েজ রেডি নামের ফুটবল দলটির ডাক্তার রিপোর্টারদের জানান, রেফারি মাঠেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি দ্বিতীয়বার মারাত্মক হার্ট অ্যাটাকের সম্মুখিন হন।
সূত্র : দ্য ষ্টার