• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন |

বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের লোকসভার ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শরিকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই গণনা শুরু হয়। ৫৪২টি আসনের মধ্যে ইতোমধ্যেই ৪৯৪টি আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাথমিক বা বেসরকারি ফলাফলে এগিয়ে আসে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারা এগিয়ে আছে ২৮৩টি আসনে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ এগিয়ে আছে ১০৮টি এবং অন্যান্য বিরোধী দল এগিয়ে ৯৩ আসনে। ৫৪টি আসনের ফলাফল এখনো জানা যায়নি।

ভারতে কোনো দলকে সরকার গঠন করতে হলে ২৭২টি আসনে জয়ী হতে হবে। বেসরকারি ফলাফলে ইতোমধ্যেই এই সংখ্যা পার করে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখন শুধু আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা। সব কেন্দ্রের ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করা হবে।প্রাথমিক গণনা অনুযায়ী, উত্তরপ্রদেশের বারাণসীতে পিছিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কেরালার ওয়েনাডে এগিয়ে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অপরদিকে গুজরাটের গান্ধীনগরে এগিয়ে আছেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের রায়বরেলীতে এগিয়ে আছেন সোনিয়া গান্ধী, উত্তরপ্রদেশের ওমেঠিতে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী, পশ্চিমবঙ্গের হুগলিতে পিছিয়ে বিজেপি প্রার্থী লকেট এবং পশ্চিমবঙ্গের বসিরহাটে এগিয়ে আছেন তৃণমূলের তারকা প্রার্থী নুসরাত জাহান।সারাদেশে প্রায় দেড় মাস ধরে সাত দফায় নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের শেষের দিন থেকেই অবশ্য সামনে এসেছে বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষার ফলাফল। ওই ফলাফলের হিসাবেও বাকি সবার চেয়ে অনেকটাই এগিয়ে থাকতে দেখা গেছে শাসকদল এনডিএ জোটকেই। দেশজুড়ে ভাল ফল করতে চলেছে বিজেপি, এমনটাই অভিমত পাওয়া গেছে বেশির ভাগ বুথফেরত সমীক্ষাতে। প্রাথমিক ফলাফলেও সেটা স্পষ্ট হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ