বগুড়া, ২৭ মে ।। বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ সময় দুই সংবাদকর্মীও আহত হন।
শহরের উডবার্ন গ্রন্থাগার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার বিকেলে অনুষ্ঠানস্থলে নুরসহ তার সমর্থকেরা পৌঁছালে হামলা চালানো হয়। আহত নুরকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। হামলায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, শনিবার ছাত্রলীগের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ভিপি নুরুল হক নুর।