সিসি ডেস্ক, ৩১ মে ।। ঈদযাত্রার প্রথমদিনেই কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। রংপুর এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে এসেছে। উত্তরবঙ্গমুখী নীলসাগর, ধুমকেতু এক্সপ্রেসও এসেছে দেরিতে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে ঘরে ফেরাদের। এমন বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আশ্বাস দিয়েছেন, কাল থেকে সময়সূচি মেনেই ট্রেন চলবে।
আগাম টিকেটে প্রথম ঈদ যাত্রা শুরু হয় শুক্রবার। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের বাড়তি ভিড়।
কিন্তু প্রথম দিনই বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় পরিবার পরিজন নিয়ে যাত্রীদের পড়তে হয় অপেক্ষার বিড়ম্বনায়।
কমলাপুর থেকে সারাদিনে ৫২টি ট্রেন ছেড়ে যাচ্ছে। এর মধ্যে ৪টি ট্রেনের সূচিতে পরিবর্তন এসেছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সোয়া দুই ঘণ্টা, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা ১০ মিনিট, চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা ৪০ মিনিট, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস এক ঘণ্টা এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস আধা ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়ে গেছে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘন্টা পর, বেলা তিনটায় ঢাকা আসে।
তবে আগামীকাল থেকে ট্রেনের সূচি বিপর্যয় কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় যাত্রীদের কাছে তিনি দুঃখপ্রকাশও করেছেন।
এবার ট্রেনের ছাদে যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রেল কতৃপক্ষ। কাউকে নিয়ম ভাঙতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলমন্ত্রী।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন