ডোমার (নীলফামারী), ২ জুন ।। নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে আজ দুপুর বারোটার দিকে ভিজিএফ চাল বিতরন কালে কার্ডের হিস্যা নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দোলন নামে একজন যুবলীগ নেতা আহতাবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি মজিবুর রহমান জানান, বহিরাগত কিছুজন আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, আভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্ত স্বাপেক্ষে দোসীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।