সিসি নিউজ, ১৩ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাতে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট বাইপাস মহাসড়কের পাশে ওই গণধর্ষণের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ গণধর্ষণের সাথে জড়িতদের মধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে।
এরা হলেন, সৈয়দপুর পৌরসভার কয়া গোলাহাটের দক্ষিণ পাড়ার আকবর আলীর পুত্র আমজাদ হোসেন (২০) ও ডাঙ্গাপাড়ার ফজলুল হকের পুত্র আব্দুল খালেক (১৮)।
সূত্র মতে, ঢাকায় এক সিরামিক ফ্যাক্টরীতে কাজ করতো সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলী গ্রামের এক যুবতী। মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষক আমজাদ হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর।
ঘটনার দিন প্রেমিকাকে নিয়ে দিনাজপুরের বিভিন্ন পিকনিক স্পট ঘুরে সন্ধ্যায় সৈয়দপুরে আসে আমজাদ। তারপর পাতাকুঁড়ি বিনোদন পার্কের রাস্তায় একটি পরিত্যক্ত দোকানঘরে আরো দুই বন্ধু মিলে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল দুই ধর্ষককে গ্রেফতারের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করে জানান, আসামীদ্বয় প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনার সাথে আরো একজন যুবক জড়িত রয়েছে। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।