ঢাকা, ১৫ জুন ।। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও ভারতের। আজ শনিবার সকালে পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করে দুই বাহিনী।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম জানান, সীমান্তে জঙ্গি ও সন্ত্রাসীর বিষয়ে দুই দেশই জিরো টরালেন্স নীতিতে অবস্থান করবে বলে সম্মত হয়েছে।
এছাড়া, বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। এজন্য সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর।
এসময় বিএসএফ এর মহাপরিচালক শ্রী রজনীকান্ত মিশ্রা, সীমান্তে হত্যা অনাকাঙ্ক্ষীত উল্লেখ করে দাবি করেন, সীমান্তে অনুপ্রবেশকারীরা আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।