• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে কাবিখা টিআর প্রকল্পে হরিলুট

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিশেষ গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কার কর্মসূচি (কাবিখা) রক্ষণাবেক্ষণ, সোলার কর্মসূচির আওতায় (টিআর) ও গ্রামের কাঁচা রাস্তার সংস্কার করতে হতদরিদ্র শ্রমিকদের কর্মসৃজন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সবের সঙ্গে জড়িত আছেন সভাপতি, সদস্য, ট্যাগ অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। প্রকল্পের তথ্য জানাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও ওয়ার্ড প্রকল্প এলাকায় দৃশ্যমান সাইনবোর্ড দেয়ার বিধান থাকলেও তা মানা হয়নি। এ সুযোগে প্রকল্প কাজে চলছে ব্যাপক হরিলুট ও ভাগ-বাটোয়ারা। এ সব উন্নয়ন কর্মকান্ডের তথ্য জনগণের জানার অধিকার থাকলেও প্রকল্পের সভাপতি, সদস্য, উপজেলার ট্যাগ অফিসার, ফিল্ড সুপারভাইজার ও পিআইওসহ সংশ্লিষ্টরা লুট করতে তা গোপন করেছেন। বারবার তথ্য চাওয়া হলেও বিভিন্ন অযুহাতে দিনের পর দিন পাড় করছেন কর্তৃপক্ষ।
স্থানীয় লোকজনের অভিযোগ, ভুয়া প্রকল্প সাজিয়ে রাস্তা নির্মাণে মাটি ভরাট না করে শুধু ড্রেজিং করে প্রকল্পের কাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রকল্পের সভাপতি ও সংশ্লিষ্টরা। অধিকাংশ প্রকল্পের তেমন কাজ না করেই অর্থ উত্তোলন করে তারা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অথচ এ কাজ তদারকি করার জন্য উপজেলার বিভিন্ন অফিসের ট্যাগ অফিসার, পিআইও, সুপারভাইজার নিযুক্ত থাকলেও প্রকল্প পরিদর্শনের নজির নেই। সরেজমিন অষ্টমীরচর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ঘুরে জানা যায় ৫নং ওয়ার্ডের খালেক প্রামানিকের বাড়ী হতে হানিফ গাড়ীয়ালের বাড়ি পর্যন্ত কাবিখা প্রকল্পের ১৬.৮৩ টন দেয়া হলেও উক্ত একই রাস্তায় ভিন্ন নামে কর্মসৃজন প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাদ করেছে বলে এলাকাবাসীর জানান। শুধু তাই নয় প্রায় সকল প্রকল্পে অনিয়ম আর দুর্নীতির অনুসরন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও কর্মসৃজন প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে না করিয়ে ড্রেজার দিয়ে সামান্য মাটি কেটে বাকি টাকা ভাগবাটোরা করার অভিযোগ উঠেছে। ঘটনার সত্যত্বা স্বীকার নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য জানান চেয়ারম্যান যা সিন্ধান্ত নিয়েছে তা আমরা মেনে নিয়েছি এব্যাপারে চেয়ারম্যান অপনাদের সাথে কথা বলবেন এবং দেখা করবেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব বলেন আপনারা তো সব জানেন আমি স্বাক্ষাতে কথা বলবো। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কহিনুরের সাথে কথা হলে তিনি জানান বিষয় গুলো আমরা খতিয়ে দেখবো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ