আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর)।। রংপুরের বদরগঞ্জে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ সামসুজ্জামানের সাথে আখ চাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার(৩জুলাই)দুপুরে পৌরশহরের বালুয়াভাটা মহল্লায় অবস্থিত ইক্ষু ক্রয় কেন্দ্রে শ্যামপুর সুগার মিলের মহাব্যবস্থাপক কৃষিবিদ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কৃষিবিদ সামসুজ্জামান বলেন,সময় মত আখ চাষিদের টাকা দিতে না পারায় আমি দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন,শ্যামপুর সুগার মিলে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার চিনি অবিক্রিত রয়েছে। ভবিষ্যতে আখচাষিদের সঠিক সময়ে আখের মুল্য পরিশোধ করার সর্বাত্মক চেষ্টা করা হবে। এ সময় তিনি আখচাষিদের আখ চাষে উৎসাহিত করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন,শ্যামপুর সুগারমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ,সাধারন সম্পাদক বুলু আমিন,আখ চাষি শ্যামল লোহানী,সাইদুল ইসলাম,হাসিনুর রহমান,সিডিএ জিল্লুর রহমান ও সাংবাদিক রেজাউল করিম সরকার।