সিসি নিউজ, ৬ জুলাই ।। সৈয়দপুরে বিদ্যুৎস্পর্শে মো. সুমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরে শহরের নবীনগর এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শহরের মিস্ত্রীপাড়া নবীনগর এলাকার বাসিন্দা মো. সুমন ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় তার হাতে বিদ্যুৎস্পর্শ হলে ঘরে মেঝেতে লুটিয়ে পড়ে সে। তৎক্ষণাৎ তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সুমন শহরের ডিস লাইনের কাজ করতো। তার বাবার নাম মো. নওশাদ।