জয়পুরহাট, ০৯ জুলাই ।। জয়পুরহাট ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজী এন্ড ম্যাটস এর ভূমি দখল প্রচেষ্টার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে ওই চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী-পেশার কয়েক ’শ মানুষ। পরে তারা বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাজ্ঞল জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার সকালে প্রথমে প্রতিষ্ঠানটির সামনে ঘন্টাব্যাপী ও পরে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন- প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক একেএম আব্দুর রশিদ, অধ্যক্ষ ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপাধাক্ষ্য ডঃ খালেদ বিন শরীফসহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০১৮ সালের জুন পর্যন্ত রেলওয়ের লাইসেন্স ফি পরিশোধ থাকা সত্বেও শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের ভেতরের কিছু অংশ পূনরায় টেন্ডারে অন্তর্ভুক্ত করে। রেলওয়ের নিয়ম অনুয়ায়ী টেন্ডারের বিষয়টি প্রচারের জন্য মাইকিং করা বা নোটিশ প্রদান করা হয়নি। লাইসেন্স ফি প্রদানের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই টেন্ডার আহবানকে চ্যালেঞ্জ করে চিকিৎসা সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানটি রেলওয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় রেলওয়ের এক েেশ্রনীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজোশে জেলা শহরের প্রভাবশালী ব্যাবসায়ী ছানাঘরের স্বত্বাধীকারী মোজাম্মেল হক ও তার ছেলে এহসান প্রচেষ্টা চালাচ্ছেন। তারা রাতের অন্ধকারে শিক্ষা প্রতিষ্ঠানটির সীসানা প্রাচীরের বেশ কিছু অংশ ভেংগে ফেলে অবকাঠামো নির্মানের চেষ্টা করছেন । এসবের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসূচী পালন কর্মসূচি করেছেন বলেও জানান।
বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে। ইতোমধ্যেই দশম ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। ফলাফলে পর পর তিন বার জাতীয়ভাবে ১ম সারিতে অবস্থান করে। এছাড়া এ চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে দক্ষতার পরিচয় দিয়ে চাকুরী করছেন। মানববন্ধন শেষে জয়পুরহাট স্টেশন মাস্টার হাবিবুর রহমানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জেনারেল ম্যানেজার বরাবর একটি স্মারকলিপি দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।