সিসি নিউজ, ১০ জুলাই।। নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে জিয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সৈয়দপুর পৌর এলাকার ওয়াপদার নতুনহাটের জিকরুল হকের পুত্র। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুনহাট মসজিতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।