সিসি নিউজ, ১৯ আগষ্ট ।। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ময়নুল ইসলাম ওরফে তুষার (৪০) নামে আরো এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার সময় রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার মৃত এ কে এম ময়দুল ইসলামের পুত্র।
সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মমিনুর রহমান সৈয়দপুর রেলস্টেশনের দক্ষিণ প্রান্ত থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯/০৮/২০১৯ (আজ) তারিখের নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সৈয়দপুর থেকে ঢাকা ৬টি, চিলাহাটি থেকে সান্তাহার ২টি এবং সান্তাহার থেকে ঢাকা ২টি টিকিট উদ্ধার করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, টিকিট কালোবাজারির দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ অভিযান অব্যহত থাকবে।