রংপুর, ১ সেপ্টেম্বর।। মহানগরীতে কুপিয়ে ও বাসচাপায় পঞ্চম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্র আব্দুর রশীদ হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন।
তিনি জানান, মিন্টুকে পঞ্চগড় সুগার মিল থেকে রবিবার ভোরে পঞ্চগড় জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে রংপুরে নিয়ে আসা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর টেক্সটাইল মোড়ে সন্ত্রাসী মোজাফ্ফরের নেতৃত্বে একদল সন্ত্রাসী রংপুর সাইনিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রশীদকে কুপিয়ে ও বাসচাপা দিয়ে হত্যা করা হয়।