• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সৈয়দপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির বিভাগীয় সভা অনুষ্ঠিত

সিসি নিউজ, ১৩ সেপ্টেম্বর।। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির এক সভা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান সেলিম।
এতে সভাপতিত্ব্ করেন সংগঠনের নীলফামারীর জেলা শাখার সভাপতি শ্রীদাম দাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন রেজা, রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক মো. আশরাফুল আলম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সুব্রতা রায়, রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খোকা, লালমনিরহাট শাখার সভাপতি মো. মোজাম্মেল হক, গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাজী একরাম হোসেন বাদল, দিনাজপুরের মো. হাফিজার রহমান, পঞ্চগড়ের রহিত শফিকি মিন্টু, ঠাকুরগাঁওয়ের মো. মেহেদী হাসান লেলিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যদিও বর্তমান সরকার দাবি করছেন উত্তরবঙ্গ থেকে মঙ্গার উত্তরণ ঘটেছে ইতোমধ্যে। তারপরও এখন কৃষকক্ষেত মজুরদের বিভিন্ন সমস্যা রয়েছে। এখনও কৃষকদের আর্থিক সমস্যার তেমন কোন উন্নয়ন ঘটেনি। বছরের বেশিভাগ সময় কৃষকক্ষেত মজুরদের কাজের অভাবে বেকার থাকতে হচ্ছে। কৃষক ক্ষেতমজুরদের সারা বছরের কর্মসংস্থানের ব্যবস্থাকরনের দাবি জানানো হয় সভায়।
সভায় সংগঠনের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও আগামী ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠান নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ