• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন |

মেয়ে হত্যা মামলায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর), ১৫ সেপ্টেম্বর ।। দিনাজপুরের বিরামপুরে চাঞ্চল্যকর মেয়ে নূর জাহান হত্যা মামলায় বাবা নূর ইনলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আনোয়ারুল হক এ রায় প্রদান করেন।

মামলার অপর দুই আসামি আরেফা বেগম কৌতুরি ও জুয়েলকে খালাস দিয়েছে আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার দেউর গ্রামের নূর ইসলামের সাথে একই গ্রামের আরেফা বেগম কৌতুরির পরকীয়ার চলছিলো। ২০১০ সালের ৭ এপ্রিল সকালে তাদের আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় নূর ইসলাম তার মেয়ে নূর জাহান (১০) কে গলায় ওরনা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এই হত্যার ঘটনা দেখে ফেলে প্রেমিকা আরেফা বেগম কৌতুরির ছেলে জুয়েল বাবু। কিন্তু তারপরও সে নিশ্চুপ থাকে। এই হত্যা ঘটনায় নিহত নূর জাহানের নানা শমশের আলী বাদী হয়ে জামাই নূর ইসলাম, পরকীয়ার প্রেমিকা আরেফা বেগম কৌতুরি ও জুয়েল বাবুর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

আদালতে ১৫জনের স্বাক্ষ্য শেষে দোষি প্রমাণিত হওয়ায় বাবা নূর ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ