• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন |

ডোমারে বাইসাইকেল পেল ১৮ মেধাবী ছাত্রী

নীলফামারী, ২৪ সেপ্টেম্বর।। নীলফামারীর ডোমার উপজেলায় প্রত্যন্ত এলাকা হতে নিয়মিত স্কুলে আসা করে এমন ১৮ জন ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রীরা বিনামূল্যে পেল বাইসাইকেল ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবি’র অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। বাই সাইকেল পেয়ে আবেক আপ্লুত হয়ে শিক্ষার্থীরা জানায় তাদের বাড়ি হতে ৪/৫ কিলোমিটার পথ স্কুল আসা যাওয়ার কস্ট লাঘব হলো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা যুব লীগের আহবায়ক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম রিমুন, একাডেমীক সুপারভাইজার সাপিউল আলম প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নারী শিক্ষা উন্নয়ন ও নারীদের সমান অধিকার বাস্তবায়নে সচেতনতা তৈরীর উদ্দেশ্যে গরিব মেধাবী ১৮ জন ছাত্রীকে বিনামল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আগামীতে আরো বেশী সংখ্যায় ছাত্রীদের বাইসাইকেল বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ