খেলাধুলা ডেস্ক, ২৪ অক্টোবর।। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ ২০১৯ আসর খেলতে মুস্তাফিজকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে। তাই মুস্তাফিজকে ক্ষতিপূরণ দিতে রাজি হিয়েছে বিসিবি। বিসিবির কাছ থেকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ২০১৬ সাল থেকে টানা তিন মৌসুমে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম দুইবার সানরাইজার্স হায়দরবাদ এবং শেষবার তিনি আইপিএল মাতিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের জার্সি গায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছর আইপিএলের শেষ আসরেও দেখা যেতে পারত বাঁহাতি এ কাটার মাস্টারকে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে, মোস্তাফিজকে এ বছরের আইপিএলে খেলার অনুমতি দেয়নি বিসিবি।