• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন |

সারা দেশের পণ্য পরিবহন বন্ধ

সিসি ডেস্ক, ২০ নভেম্বর।। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশে শুরু হয়েছে পণ্য পরিবহন ধর্মঘট। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘটের পাশাপাশি অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ঘোষণা দেয় তারা। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, নতুন আইনে লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। যা একজন ড্রাইভারের দুই মাসের বেতনের সমান।

গাড়ির ফিটনেস পরীক্ষা করতে বিআরটিএতে কমপক্ষে ১৫ দিন সময় লাগে জানিয়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার সাথে সাথে গাড়ির বিরুদ্ধে মামলা করা যাবে না বলেও দাবি করেন রুস্তম আলী। পাশাপাশি বিভিন্ন অঙ্কের জরিমানা সহনশীল পর্যায়ে রাখারও জোর দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ