• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এস.এম.রকি, খানসামা।। রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালিন ও গ্রীষ্মকালীন মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় দিনাজপুরের খানসামায় ১৮৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলার উপ-পরিচালক তৌহিদুল ইকবাল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকবৃন্দসহ প্রমূখ।

সভায় বক্তারা, এসব শস্য চাষের পদ্ধতি সম্পর্কে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভা শেষে উপজেলার ৩৭০ জন কৃষকের মাঝে ১ কেজি বারি সরিষা-১৪ জাতের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে ৮শত কৃষককে ভূট্টা, ৩১০ কৃষককে গম ও ৩৫০ জন কৃষককে মুগ ডাল বীজ ও সার কৃষি প্রণোদনার আওতায় বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ