নীলফামারী প্রতিনিধি।। প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে।
বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচীর আয়োজন করে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি।
সনাক সহ-সভাপতি আকতারুল আলম রাজুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ সঞ্চালনা করেন ইয়েস দলনেতা জাহিদুল ইসলাম।
এতে বক্তব্য দেন সনাক সদস্য প্রহলাদ চন্দ্র দাস, নাসিমা বেগম, গোলাম মোস্তফা, আফরোজা বিনতে আজিজ গ্লোরী, স্বজন সদস্য ফেজিয়া ইয়াসমিন জলি, টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক নুর আলম।
সভাপতির বক্তব্যে আকতারুল আলম রাজু বলেন, স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের পাশাপাশি ‘ক্ষয়-ক্ষতি’মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কর্মসুচীতে সনাক, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং নীলফামারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত স্পেনের মাদ্রিদে ২-১৩ ডিসেম্বর পর্যন্ত কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হবে।