Logo

চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে ২ হাজার টন পেঁয়াজ

সিসি ডেস্ক, ২৮ নভেম্বর।। চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে আমদানির ২ হাজার টন পেঁয়াজ। পথে আরো ৩ হাজার টন। তবে আমদানি বাড়লেও বাজারে এখনো এর প্রভাব পড়েনি। খুচরা বাজারে দাম বেশি হওয়ায় প্রতিদিনই ভিড় বাড়ছে টিসিবির ট্রাকসেলে।

দীর্ঘ এ লাইন কম দামে পেঁয়াজ কিনতে। টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা।

নিয়ম অনুযায়ী জনপ্রতি ২ কেজি করে পেঁয়াজ বিক্রির কথা থাকলেও এখন মিলছে ১ কেজি। তাও পেতে যেন রীতিমত যুদ্ধ করতে হচ্ছে ক্রেতাদের। আবার অনেক অপেক্ষার পরও খালি হাতেই ফিরছেন কেউ কেউ।

এছাড়া বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে জোরদার হয়েছে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া। কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার খালাস হচ্ছে ২০০০ টন। আরো ৩০০০ হাজার টন পথে। এসব পেঁয়াজ আসছে মূলত চীন থেকে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, মেঘনা গ্রুপের ৭৮০ টন পেঁয়াজ আসবে কয়েক দিনের মধ্যে।

পেঁয়াজ আমদানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি পত্র নিয়েছে প্রায় ৯৬ হাজার মেট্রিক টনের।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন