আশরাফুল নয়ন, নওগাঁ।। নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে বিএনপির
অপর গ্রুপের হামলায় ১০জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিসহ চার জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলার স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলন চলাকালীন সময়ে বিএনপির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রাার্থী পারভোজ আরেফিন সিদ্দিকী জনি নেতৃত্বে সম্মেলনে হামলা চালানো হয়। এসময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় পুলিশ আরেফিন সিদ্দিকী জনিসহ ৪ জনকে আটক করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।