• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন |

সৈয়দপুরে রেললাইনের দু‘ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিসি নিউজ, ৩০ নবেম্বর ।। সৈয়দপুর রেললাইনের উভয় ধারে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৩০ নবেম্বর) বেলা ১১ টায় সৈয়দপুর রেলওয়ে থানা ও রেলপথ বিভাগের সম্বনিত অভিযানে ষ্টেশন এলাকা হতে ১২৬ নং গেট ব্যারিয়ার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পুরাতন শীত বস্ত্রের দোকানসহ সৈয়দপুর ষ্টেশন এলাকা হতে ১২৬ নং রেলগেট পর্যন্ত রেললাইনের উভয়ধারে অস্থায়ী, ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে ঝুঁকিপুর্ণ পরিবেশ সৃষ্টি করেছিল ব্যবসায়িরা। এতে রেললাইনের পাথর, স্লিপারের ব্যাপক ক্ষতি হচ্ছে। সৈয়দপুর রেলপথ বিভাগের পরিদর্শনের পর এমন বার্তা পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ এমদাদুল হক তার পুলিশ বাহিনী নিয়ে রেললাইনের দুই ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা টিনশেড ঘর, আধাপাকা মার্কেট, রেডিমেড জামাকাপড়ের দোকান, পুরাতন কাপড় দোকান ঘর, বাঁশের বাজার, হোটেল, দর্জি, পান, ফল মিলে ছট-বড় প্রায় পাঁচ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

সৈয়দপুর রেলওয়ের থানার অফিসার্স এমদাদ হক বলেন, দেশে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে এ রুটে হাইস্পিড ট্রেন চলাচল করছে। তাই রেললাইনের প্রতি কঠিন নজর রাখা হয়েছে। রেললাইনের ঝুঁকি এড়াতে সীমারেখা পর্যন্ত কাউকে কোন পসরা কিংবা দোকান বসানোর সুযোগ দেওয়া হবে না। এর কারণে, এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ