Logo

নীলফামারীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক চারুকলা উৎসব

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী।। আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে নীলফামারীতে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক চারুকলা উৎসব। ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত নীলফামারীর নীলসাগরে এ উৎসবের আয়োজন করেছে চারুকলা উৎসব ২০২০ নীলফামারী আয়োজক কমিটি।
এ উপলক্ষে আজ দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলণ করেছে আয়োজক কমিটি।
২৬ ফেব্রুয়ারী থেকে উৎসবের শুরু হলেও পরের দিন ২৭ ফেব্রুয়ারী দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্র শিল্পী রফিকুন্নবী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। এসময় সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চারদিনের আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানী, ভারত ও ফিলিপাইনসহ ১২ টি দেশের স্বনামধন্য শিল্পিরা অংশ নেবেন। পাশাপাশি ওপেন কলের মাধ্যমে দেশের বিভিন্ন চারুকলার ৬০ জন শিল্পী ছাড়াও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেবেন।
ভিশন-২০২১ ও আর্ট বাংলার সহযোগিতায় চারদিনের এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এম.পি।