Logo

নীলফামারীতে “আমরা করব জয়” বইয়ের মোড়ক উন্মোচন

সিসি নিউজ, ৮ মার্চ।। পুরষ্কার তুলে দেয়া হলো ভিশন ২০২১ নীলফামারী আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫ শত ক্ষুদে কবি ও ছড়াকারের হাতে।
আজ রোববার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনের উদ্বোধন করেন সাবেক সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
শিশু কথা সাহিত্যিক আখতার হুসেন, আলম তালুকদার, নাট্যকার ও অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, শিশু সাহিত্যিক রমজান মাহমুদ, প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহসী ও ভিশন ২০২১ নীলফামারী এর সমন্বয়ক ওয়াদুদ রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। এরপর ক্ষুদে কবি ও ছড়াকারদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ হাজার আটশত শিক্ষার্থী অংশ নেন ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাইকরা ৫ শত ছড়া ও কবিতা নিয়ে “আমরা করব জয়” বই প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সব শেষে সেখানে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “ভিশন ২০২১ নীলফামারী” ২০১৫ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।