বিনোদন ডেস্ক।। করোনা আতঙ্কে কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেতা দেব বাংলাদেশে শুটিং বাতিল করেছেন। ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ আসার কথা ছিলো এই অভিনেতার।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘কমান্ডো’ ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন দেব। করোনা সেই আনন্দেও থাবা বসাল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেব বলেন, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ট্রাভেল বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছতে হবে? বুঝতে পারছি না।