Logo

কোয়ারেন্টাইনে অস্ট্রেলিয়ান বোলার রিচার্ডসন

খেলাধুলা ডেস্ক, ১৩ মার্চ ।। করোনা ভাইরাস সন্দেহে এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ডানহাতি পেসার কেন রিচার্ডসনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হঠাৎ গলা ব্যথা দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তথ্য মতে, বৃহস্পতিবার হালকা গলা ব্যথা অনুভূত হওয়ায় তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায়নি সিএ। অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের কাছে গলা ব্যথা জানানোর সঙ্গে সঙ্গেই পাঠানো হয়েছে করোনা পরীক্ষার জন্য। আজই পাওয়া যাবে পরীক্ষার রিপোর্ট।

জানা গেছে, শারীরিকভাবে এখন বেশ ভালো অনুভব করছেন রিচার্ডসন এবং তার ব্যাপারে অস্ট্রেলিয়া দলে শঙ্কাও নেই কোনো।

চলতি সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেছেন রিচার্ডসন। এখন গলা ব্যথার কারণেই তাকে কোয়ারেন্টাইনড করা হয়েছে। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তিনি আবার যোগ দেবেন দলের সঙ্গে। আর দূর্ভাগ্যবশত যদি পজিটিভ হয় পরীক্ষার রিপোর্ট, তাহলে করোনা পরীক্ষা করা হবে অস্ট্রেলিয়ার সকল ক্রিকেটারকেই।