• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন |

এইচএসসি পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত

ঢাকা, ২১ মার্চ ।। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা।

শনিবার (২১ মার্চ) সকল বোর্ড চেয়ারম্যান সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২১ মার্চ) আন্তঃজেলা শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা পেছানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

সভা শেষে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ