• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন |

করোনায় ফিটনেস ঠিক রাখতে বিসিবির গাইডলাইন

খেলাধুলা ডেস্ক ।। করোনা ভাইরাসের সংক্রামণের কারণে স্থবির হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) মাঝ পথে বন্ধ হয়ে গেছে। সরকারের নির্দেশনার কারণে ক্রিকেটাররা এখন ঘর বন্দি।

এমন অবস্থায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় সারা বিশ্বের নানা ক্রিকেট খেলুড়ে দেশের পদ্ধতিকে অনুসরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ফিজিও নিক লি ক্রিকেটারদের জন্য গাইডলাইন দিয়েছেন। ক্রিকেটাররা যেন ঘরে থেকেও নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সে কারণে এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

ইতোমধ্যে বিসিবির পক্ষ থেকে সেই গাইড লাইন সরবরাহ করা হয়েছে ক্রিকেটারদের মধ্যে। এই বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।

ক্রিকেটাররা যেন মানসিক ভাবে ভেঙে না পড়েন সেই বিষয়টিও গুরুত্বসহকারে নিয়েছে বিসিবি। এই ধরনের কোন সমস্যা অনুভব হলেই যেন ক্রিকেটাররা বোর্ডের মেডিক্যাল টিমের সাথে যোগাযোগ করে তার জন্যও নির্দেশনা দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের জন্য একজন মনোবিদও নিয়োগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ