Logo

লকডাউনে উষ্ণতা বাড়াচ্ছে মর্নিং সেক্স

সিসি লাইফস্টাইল ডেস্ক ।। লকডাউনে আপাতত ঘরবন্দী হয়েছেন বিশ্বের অধিকাংশ দেশেরই মানুষজন। ঘরে বসেই চলছে মারণ ভাইরাস করোনার সঙ্গে মোকাবেলা। আর ২৪ ঘন্টা বাড়িতে থাকার ফলে যৌন সম্পর্ক কিংবা সঙ্গমের মাত্রা যে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তা ইতিমধ্যেই বোঝা গিয়েছে কন্ডোম এবং গর্ভনিরোধক পিলের আকাশছোঁয়া চাহিদা দেখে। এমতাবস্থায় সম্প্রতি একটি সমীক্ষা হয়েছে, যেখানে বিভিন্ন বয়সের যুগল এবং দম্পতিকে যৌনমিলনের সঠিক সময়ের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। তাতেই মিলেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষার রিপোর্ট বলছে, অধিকাংশ যুবলই এই লকডাউনের বাজারে মজেছেন মর্নিং সেক্সে। অর্থাৎ ভোরের দিকে যৌনমিলন স্থাপনেই বেশি উৎসাহ অধিকাংশের। কিন্তু তার পিছনে রয়েছে কিছু কারণ। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কি।
গবেষকরা আগেই বলেছেন মর্নিং সেক্সের কিছু গুণাগুণ বর্তমান। আর মূলত সেই কারণেই ভোরের দিকে যৌন সম্পর্ক স্থাপনে মজেছেন সকলে। এর মধ্যে অন্যতম কারণ হল, সাধারণত মর্নিংসেক্সের ফলে সারাদিন খুবই চনমনে এবং ফুরফুরে থাকা যায়। মনোবিদরা আগেই জানিয়েছেন হঠাৎ করে ঘরবন্দি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মানসিক সমস্যার হার বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। আর ঠিক সেই কারণেই যুগলরা মর্নিং সেক্সের দিকে ঝুঁকেছেন। ঘরে বসে ওয়ার্ক ফ্রম করেই দিন কাটছে অধিকাংশের। তাই এক্ষেত্রে সারাদিন তরতাজা থাকতে ভিটামিন যোগাচ্ছে মর্নিং সেক্স।