• বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

সৈয়দপুরে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সিসি নিউজ, ২০ মে ।। দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০জন শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টায় সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, উপদেষ্টা ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা এবং কালের কন্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনধি তোফাজ্জল হোসেন লুতু, শুভ সংঘের সভাপতি মো. নাছিম রেজা শাহ্, সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না দাস, কোষাধ্যক্ষ মো. আব্দুল খালেক, নারী বিষয়ক সম্পাদক রুমা, সদস্য শাহ্নাজ পারভীন, আমির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন ৩০ জন শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কৃত ঈদ সামগ্রী মধ্যে ছিল দুই রকম সেমাই, চিনি, দুধ, সাবান, মুড়ি এবং নগদ অর্থ।
কালের কন্ঠ শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ্ বলেন, “শুভ কাজে সবার পাশে” থাকার প্রত্যয়ে শুভ সংঘের ব্যানারে সমাজের দুস্থ ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি আমরা। তারই ধারাবাহিকতায় আজ আমরা সমাজের অবহেলিত শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলাম। এর আগে ১৪ ফেব্রুয়ারিও ১লা বৈশাখ ও বিশ্ব ভালবাসা দিবসে আমরা শুভ সংঘের পক্ষ থেকে তাদের (শ্রবণ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী) বিভিন্ন রকমের পিঠা খাইয়েছিলাম। আগামী দিনেও আমরা কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে সমাজের বঞ্চিত ও অবহেলিত অসহায় মানুষের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ