• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

ডোমারে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের তিন শতাধিক বৃক্ষরোপন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা কয়েক দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধীক বৃক্ষরোপন করেন। শনিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্র্যাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সড়কের ধারে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করে।
বিকালে জেলা ছাত্রদলের সদস্য জাহিদুল ইসলাম, রাহিমুজ্জামান রুপক, সুজন রানা, ডোমার কলেজ ছাত্রদল নেতা সামিউল আরেফিন হৃদয় বাসস্টান, উপজেলা পরিষদ মোড়, প্রশিকা মোড়, পাঠানপাড়া জামে মসজিদ, সবুজপাড়া, জোড়াবাড়িসহ বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন করে। এসময় ডোমার পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো: মোজাফ্ফর হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, যুবদলনেতা হাসানুল আলম রিমুন, বিএনপি নেতা মশিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
দুপরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব, জেলা ছাত্রদলের সদস্য মজিদুল ইসলাম, ছাত্রদল নেতা শাওন ইসলাম, শাহজাহান আলী, স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান হাবিব ডোমার বাজার, চান্দিনাপাড়া, সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন করে। এ সময় ডোমার পৌর বিএনপি’র সভাপতি মো: আনিছুর রহমান আনু, সম্পাদক মো: মোজাফ্ফর হোসেন, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
একই সময় ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন আলম শান্ত, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা সোহলে রানা, জেলা ছাত্রদলের সদস্য আশরাফুল ইসলাম, রাকিব আল আকাশ ডোমার বাজার, কলেজপাড়া, পাঙ্গামটকপুর এলকায় বৃক্ষরোপন করে।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া সজিব জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা ছাত্র দলের নেতাকর্মীরা কয়েকভাগে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছের চারা রোপন করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ