• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন |

নৈশপ্রহরীকে হত্যা করে পালানোর সময় ৩ ডাকাত নিহত

সিসি ডেস্ক, ২৫ জুন ।। ফেনীর দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে ডাকাতিকালে আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে খুন করে পালানোর সময় গোলাগুলিতে তিন ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়কসংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে বাধা দেয়। পরে লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের পাশে নৈশপ্রহরী মান্নানের লাশ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আশপাশে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগিরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় করে। এতে তিন ডাকাত গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনায় নিহত মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ