• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন |

রংপুরে করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

রংপুর, ২৫ জুন ।। রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আটজনের মৃত্যু হলো।

মৃতেরা হলেন-রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন (৬৮), কুড়িগ্রাম চিলমারী উপজেলার সবুজপাড়ার খালেদ হাবীব মুকুল (৫০) ও রংপুর স্টেশন রোড মাছুয়াপট্টির জামিলা খাতুন (৪৫)।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন করোনায় আক্রান্ত হয়ে গত ২২ জুন হাসপাতালে ভর্তি হন। বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

একইদিনে সন্ধ্যায় চিলমারীর মুকুলের মৃত্যু হয়। তিনি গত ২২ জুন শ্বাসকষ্ট দিয়ে করোনা হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মারা যান জামিলা খাতুন। তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আবাসিক চিকিৎসক রিফাত মাহমুদ বলেন, মারা যাওয়া রোগীরা বিভিন্ন রোগে ভুগছিলেন। এ হাসপাতালে বর্তমানে ৩৩ জন চিকিৎসাধীন। এ পর্যন্ত করোনা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ