• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামাকে মাদকমুক্ত করতে ওসি’র সাত দিনের আল্টিমেটাম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের শান্তিপূর্ণ উপজেলা খানসামাকে মাদকমুক্ত করতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ওসি শেখ কামাল হোসেন।

মঙ্গলবার (২৮জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে বিভিন্ন পয়েন্টে নিজেই মাইক হাতে মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের পথ থেকে ফিরে আসতে মাইকিং করে ওসি কামাল হোসেন সাতদিনের আল্টিমেটাম দেন।

এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মমিনুজ্জামান,এসআই তন্ময় সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

ওসি শেখ কামাল হোসেন জানান, “শেখ হাসিনার নির্দেশ, মাদক হবে নিঃশেষ” স্লোগান বাস্তবায়নে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বারের নির্দেশনায় খানসামা থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। প্রথমে ভালো হওয়ার সুযোগ দিয়ে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে। এরপরেও মাদকের সাথে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ