কিশোরগঞ্জ (নীলফামারী) ।। নীলফামারীর কিশোরগঞ্জে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক পরিমল চন্দ্রকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ। খালাতো ভাই পরিচয় দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায় কিশোর দুর্বুত্তরা।
গত ৩১ আগস্ট দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সিট রাজিব দুন্দি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত পরিমল একই এলাকার ন্যালভেলু রায়ের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২ সেপ্টেম্বর বিকালে দুইজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামির নাম ও তার সঙ্গী প্রসেনজিৎ রায় (১৫)।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, বাদীর মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি পরিমলকে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। অপর আসামি প্রসেনজিৎকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডাক্তারি পরীক্ষার পর শিশুটিকে বাবা-মায়ের হেফাজতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।