• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন |

জলঢাকায় ভুয়া ডিবি পুলিশ আটক

নীলফামারী, ১৪ অক্টোবর।। নীলফামারীতে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে জলঢাকা উপজেলার কৈমারী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল হাকিম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছলেমান আলীর ছেলে।

পুলিশ জানায়, কৈমারী বাজারে ব্যবসায়ী আল আমিনের দোকানে মালামাল কেনার জন্যে তিনজন মোটরসাইকেলযোগে আসেন। এর মধ্যে একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জিনিসপত্র চান এবং সেগুলোর মেয়াদ আছে কিনা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করেন।

একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করতে গেলে দোকান মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তবে অবস্থা বেগতিক দেখে বাকি দুজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পরিচয় দেয়া আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য দুজনের নাম পাওয়া গেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ