Logo

সেপ্টেম্বরের পর সর্বাধিক শনাক্ত ও মৃত্যু

সিসি ডেস্ক ।। দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন।  করোনায় এ পর্যন্ত ছয় হাজার ২৫৪ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২১২ জন। এখন পর্যন্ত চার লাখ ৩৬ হাজার ৬৮৪ জন শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর শনাক্ত ছিল দুই হাজার ৫৮২ এবং ২১ সেপ্টেম্বর মৃত্যু ছিল ৪০।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৪৯ জন, এখন পর্যন্ত সুস্থ তিন লাখ ৫২ হাজার ৮৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬০২টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এখন পর্যন্ত ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।