Logo

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধীতার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার দুপুরে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর প্রাঙ্গণে এই কর্মসুচী পালন করা হয়। এতে আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন জাতির পিতার ভাস্কর্য স্থাপনে বিরোধীতা করছে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ জনগোষ্ঠি। ধর্মান্ধরা বিভ্রান্তি ছড়ানোর জন্যে নানা ফতোয়া দিচ্ছেন।
বক্তারা বলেন, যতই বিভ্রান্তি ছড়ানো হোক না জাতির পিতার ভাস্কর্য স্থাপনে কোন প্রভাব পড়বে না কারণ বঙ্গবন্ধু মহান স্বাধীনতার স্থপতি।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।