• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন |

সৈয়দপুরে বাতিল ৭ জনের মধ্যে বৈধতা ঘোষণা ৬ প্রার্থীর

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে বাতিল হওয়া বর্তমান ৩ কাউন্সিলরসহ ৭ প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। যাচাই বাছায়ে মনোনয়ন বাতিল হওয়ায় পর তারা আপিল কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে আপিল করেছিলেন । রবিবার (২৭ ডিসেম্বর) আপিল আবেদনের শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর মনোনয়ন যাছাই বাছাইয়ের দিনে ঋণখেলাপীর অভিযোগে ১ নম্বর ওয়র্ডের বর্তমান কাউন্সিলর মো: শাহীন হোসেন এবং নতুন প্রার্থী নূর আমিন প্রামানিক, ৫ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন ফেকু, ৭ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহীন আকতার , ৯ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম এবং ১৫ নম্বর ওয়াডের বর্তমান কাউন্সিলর তারিক আজিজ । বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপী নন বলে প্রেরিত সিআইবি প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষানা করা হয়। অন্যদিকে প্রয়োজনীয় প্রমানাদি দাখিল করতে না পারায় বয়স কমের অভিযোগে ১নম্বর ওয়ার্ডের মশিউর রহমান লিটনের প্রার্থীতা আপিল বিভাগেও বাতিল করা হয়। উল্লেখ্য আগামী ৩০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে। ১৬ জানুয়ারী প্রথমবারের মত এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ